চাকদহ থানার উদ্যোগে রক্তদান কর্মসূচি ‘উৎসর্গ’ এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার SP মহাশয়, Addl. SP মহাশয় এবং Dy. SP(HQ) মহাশয়।
এই কর্মসূচিতে মোট ৫৭ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেছেন ।